+8801740825377        

News & Event


শিক্ষক দিবস নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্দেশনা দিলো মন্ত্রণালয়
সোমবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলনের সই করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থী ও সমাজের নানান শ্রেণি-পেশার মানুষের মধ্যে যাতে সম্মান-শ্রদ্ধাবোধ বাড়ে, সেজন্য র্যালি-সভা-সেমিনার থেকে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও অংশীজনদের সাবেক-বর্তমান শিক্ষক নিয়ে র্যালি, আলোচনা সভা ও সেমিনার করতে হবে। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সবার শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির জন্য সচেতনতা তৈরিতে সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থীসহ অংশীজনদের অংশগ্রহণে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে র্যালি, আলোচনা সভা, সেমিনারের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। Sep 30, 2023
Oct 05, 2023